কিছু কিছু ব্যথা : মুক্তি দাশ


কিছু কিছু ব্যথা 

 
মুক্তি দাশ 

 
কিছু কিছু ব্যথা সাজানো গোছানো
কিছু কিছু এলোমেলো,
কিছু কিছু ব্যথা চুপি চুপি বলে -
সকলি গরল ভেল!

কিছু কিছু ব্যথা তীরের মতন
সোজা বিঁধে বুক-পাঁজরে
সেই যে যেখানে সুখস্মৃতিগুলো
রাখা আছে বড় আদরে।

ব্যথা-বালিকাটি বজরার ক্ষেতে
শুয়ে কাঁদে মাথা কুটে,
ধূর্ত শেয়ালে রক্ত-শালুক
খেয়ে গ্যাছে চেটেপুটে।

ঝোপের ভেতর মৃত বালিকার
শেষ প্রার্থনা-গান :
"যোনিগুলো সব প্লাস্টার করে
বেঁধে দিও ভগবান!"

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.