মৃদুল শ্রীমানী
ওয়াটারগেট কেলেঙ্কারিতে নিক্সনকে দোষী সাব্যস্ত হয়ে সরে যেতে হয়। বিল ক্লিনটনও দুরাচারী সাব্যস্ত হয়েছেন। হিটলার তাঁর জমানায় চূড়ান্ত ক্ষমতাশালী হলেও পরে আত্মহত্যা করেন। ভীষণ ভাবে নিন্দিত ও ধিকৃত হয়েছিলেন। আজ ইউরোপের অনেক দেশে নাৎসি সংস্কৃতির চিহ্ন পর্যন্ত বর্জনীয়। স্তালিন সোভিয়েত ইউনিয়নে সাংঘাতিক ক্ষমতাশালী হলেও গায়ের জোরে দখলকৃত রুমানিয়া, চেকোশ্লোভাকিয়া, হাঙ্গেরি, যুগোশ্লাভিয়া, বুলগেরিয়া, পূর্ব জার্মানিতে একের পর এক সোভিয়েতপন্থী শাসকের অধঃপতন ঘটে।
স্তালিনের মূর্তিকে গলায় শিকল বেঁধে টেনে নামানো হয়। কবর থেকে স্তালিনের দেহাবশেষ খুঁড়ে বের করে ছুঁড়ে ফেলা হয়। আত্মধিক্কারে নিজের গলায় ক্ষুর চালিয়ে আত্মহত্যা করেছেন কুখ্যাত রবার্ট ক্লাইভ। জালিয়ানওয়ালাবাগের গণহত্যার নায়ক মাইকেল ও ডায়ারের কৃতকর্মের জন্য আজও ব্রিটিশ জনতা লজ্জিত বোধ করে। ইতিহাস অত্যাচারীকে ক্ষমা করে না।
যিশুর উপর বিচারের নামে অবিচার হয়েছিল। দুটো চোরের সঙ্গে তাকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল। আজ যিশু পরম শ্রদ্ধেয়। গ্যালিলিওকে বৈজ্ঞানিক সত্য প্রচারের জন্য কারারুদ্ধ করা হয়েছিল। তাঁর মৃত্যুর চারশো বছর পর খ্রীস্টান ধর্মের শীর্ষ ব্যক্তিত্ব পোপ প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। জোয়ান অফ আর্ককে ধর্মদ্রোহিতার অভিযোগে পুড়িয়ে হত্যা করা হয়। আজ জোয়ান সন্ত। ইতিহাস কথা কয়। বিচারককে ঘুষ দিয়ে কিনে ফেললেও কালের বিচার শেষ পর্যন্ত কথা বলে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন