রূপক হাঁটছে
তাপস ওঝা
ধোপে টিকবে না তোমাদের কথা!
কেন নিজেকে সেঁটে রেখেছ শব্দগুলোর সঙ্গে?
তাপ্পি মেরে মেরে এত যে কথা বল,
বুঝতে পেরেছ কখনও
রূপক হাঁটছে সন্ধ্যায়, গ্রামের পথে?
ওখানেও কথা বলবে তুমি !
ওই অন্ধকারে যেখানে রূপক হাঁটে
ওখানে মানুষ নেই, শুধু অন্ধকার ।
এপাশে, ওপাশে- শুধু অন্ধকার
অনেকটা ওপরে গুচ্ছ গুচ্ছ তারা ।
উচ্চারণ অত দূরে যাবে না তোমার!
চুপ কর।
নগরে তো ফিরে যাবে একদিন।
ফিরে গিয়ে বোল, যদি জানো তেমন পয়ার!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন