আমার দগ্ধ কিশোরবেলা : মুক্তি দাশ

https://www.banglasahityo.com/

আমার দগ্ধ কিশোরবেলা

 
মুক্তি দাশ

আমার  দগ্ধ কিশোরবেলা
আমার  স্মৃতির শরীর-চাটা
আমার  প্রথম প্রেমযমুনায়
উথাল-  পাথাল সাঁতার কাটা।

চাঁদ  বড়ই স্বপ্নপ্রবণ -
তুমি  চিৎ হয়ে শুয়েছিলে,
আমার  রাগ-অনুরাগ যত
তুমি  জোছনায় ধুয়ে দিলে !

তোমার  মনে পড়ে রাজকন্যে,
সেই  জানলায় চিঠি ছোঁড়া -
তোমার  দুইচোখে থির বিজুরি
আমার  পক্ষীরাজ যে খোঁড়া

তোমার  ফ্রকচ্যুত ছেঁড়া হুক
আর  বিনুনির লাল ফিতে -
তুমি  দিয়েছিলে মুঠোভরে
আমি  কিছুই পারিনি নিতে !

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.