আমার দগ্ধ কিশোরবেলা
মুক্তি দাশ
আমার দগ্ধ কিশোরবেলা
আমার স্মৃতির শরীর-চাটা
আমার প্রথম প্রেমযমুনায়
উথাল- পাথাল সাঁতার কাটা।
চাঁদ বড়ই স্বপ্নপ্রবণ -
তুমি চিৎ হয়ে শুয়েছিলে,
আমার রাগ-অনুরাগ যত
তুমি জোছনায় ধুয়ে দিলে !
তোমার মনে পড়ে রাজকন্যে,
সেই জানলায় চিঠি ছোঁড়া -
তোমার দুইচোখে থির বিজুরি
আমার পক্ষীরাজ যে খোঁড়া
তোমার ফ্রকচ্যুত ছেঁড়া হুক
আর বিনুনির লাল ফিতে -
তুমি দিয়েছিলে মুঠোভরে
আমি কিছুই পারিনি নিতে !
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন