স্বরবর্ণের দেওয়াল
বাবলি সূত্রধর সাহা
আপনাকে বলছি,
বিদ্যাসাগর মশাই!
বীরসিংহ থেকে যে জ্যামিতিক কম্পাসে
পাড়ি দিয়েছিলেন কলকাতায়;
সেই মাইল স্টোনেই ভাঙা হলো
আপনাকে!
সেই যে ল্যাম্পপোস্টের বর্ণহীন আলো,
ওখানে আজ বর্ণ পরিচয়, আখ্যান মঞ্জরী আর
কিছু ঘোলাটে চোখ স্বপ্নের সনেট লিখে যায়।
কার্মাটারের বাড়িটিতে সাঁওতালরা
এক পেট খিদে নিয়ে আগুন জ্বালাতেও আসেনা।
আপনাকে বলছি,
বিদ্যাসাগর মশাই!
একটু পা চালিয়ে চলে আসুন
আমাদের মিছিলে!
তাহলে আর ভাঙবেনা স্বরবর্ণের দেওয়াল...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন