ভাঙার কথা
রিম্পা সাহা
তুমি এক পৃথিবী স্পর্শ দেবে, প্রতিশ্রুতি দিয়েছিলে
বলেছিলে, সন্ধ্যে হলেই পাখিদের ঘরে ফেরার ডাকে নিয়ে যাবে
সূর্যের প্রথম কিরণ জড়িয়ে ধরবে বলেছিলে
গাছেদের মাঝে ঝি ঝি পোকার ডাক শুনব শান্ত হয়ে
ফুটপাথ ধরে চা খাব আরো কত কী....
কিন্তু পেলাম বদলে প্রতিশ্রুতিহীন অপমান।
চিঠির কোন উত্তর পাইনি, হয়তো আর কোনদিন পাবো না
মন্দ ভালো কিছু জানিনা, ভালো থেকো আজীবন
আমি সেই সময়টাকে আজও ভালোবাসি, নিঃসন্দেহে বাসব।
পুরো প্রাণের অক্সিজেন ছিলে একমুহূর্তে চলে গেলে,
আমি বেঁচে আছি কি না তোমার কাছে সে প্রশ্ন অবান্তর
শুধু জেনো ঘর ভাঙলে পাখি আকাশে উড়ে বেড়ায়।
1 Comments:
😍
একটি মন্তব্য পোস্ট করুন