![]() |
শিবরাম ভূঞ্যা |
একবার হই আম্বানীয় ধনী
কিনে তখন নেবোই কয়লা খনি
ময়লা তুলে ধুয়ে নিলেই হীরে
তখন কি আর দেখবো পিছন ফিরে।
কী গো, শুনে চমকে গেল পিলে
এখন না হয় মরছি খেটে বিলে
তিলে তিলে স্বপ্ন গড়ে বাঁচি
আকাশ ছোঁবো, না হয় যাবো রাঁচি।
তোমরা ভাবো পাগল হলো কবি
দিনকাল যা বোঝোই তো সবই
শখ যে লেখা, হাজার শব্দ খুঁজি
বাঁচতেও তো উন্নত চাই রুজি।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন