মৃত বলরাম সিং-এর বাড়িতে সমবেদনা জানাতে বিধান উপাধ্যায়
সাগর কুন্ডু # চিত্তরঞ্জনের বাসিন্দা, তৃণমূল কর্মী, যিনি ঠিকাদার ব্যবসায়ী হিসেবেও পরিচিত ছিলেন, তিনি বলরাম সিং, গত ১৭ জুলাই শুক্রবার চিত্তরঞ্জন জি.এম অফিসের কাছে দুষ্কৃতীদের গুলিতে নির্মমভাবে নিহত হন। আজ বারাবনির বিধায়ক শ্রী বিধান উপাধ্যায় মৃত তৃণমূল কর্মী বলরাম সিং-এর বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, ``একজন সক্রিয় ভালো কর্মী ছিল বলরাম।''
এদিকে খুন হওয়ার পর থেকেই যুবনেতা মুকুল উপাধ্যায় সব-রকমভাবে পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি প্রশাসনকেও নিরপেক্ষভাবে তদন্তের অনুরোধ জানিয়েছেন। আজ বিধান উপাধ্যায়ের আগমনে শোক-সন্তপ্ত পরিবার খানিকটা স্বস্তি পেলেন। বিধান উপাধ্যায় বলরামের পরিবারের পাশে সবসময় থাকার কথা জানিয়েছেন। বিধান উপাধ্যায়ের সঙ্গে ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ আরমান, সাধারণ সম্পাদক ভোলা সিং
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন