![]() |
মিঠুন রায় |
স্বাদ
মিঠুন রায়
সমুদ্রের নোনা জলে পথভ্রষ্ট ঝিনুকরাশি পড়ে আছে
যদি কখনও কেউ নেয় কুড়িয়ে
অলীক সুখ হয়তো সেদিন জুটবে
দুচোখ গড়িয়ে নামবে অফুরন্ত স্রোত।
ঝিনুকের মতো বুকের ভেতর পথ খুঁজে চলে নি:স্বতায়,
পরিযায়ী পাখি ডানা মেলে,
জল ছুঁয়ে দাবদাহ থেকে পরিত্রানের পথ খুঁজে।
প্রেমের স্বাদ উপলব্ধির পথে লবন জলও গিলে খেতে হয়।
শুধু সেদিন মৎস্যের স্বাদ অধরা থেকে যায় সফেদ বকটির কাছে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন