![]() |
ওয়াহিদা খাতুন |
জাগো জাগো বীর বাঙালি
ওয়াহিদা খাতুন
জাগো জাগো বীর বাঙালি করবো আরও জয়,
নতুন পথে চিন্তা-কর্মে জাগাবো বিস্ময়,
ন্যায়ের দণ্ড হাতে নিয়ে উচ্চে তোলো শির,
প্রখর সূর্য হয়ে জ্বলো বীর্যে সুগম্ভীর,
বুদ্ধি দিয়ে করতে হবে সঠিককে নির্ণয়!
জাগো জাগো বীর বাঙালি করবো আরও জয়!!
এক পৃথিবী একটা জাতি আমরা গড়তে চাই,
সুখেদুঃখে মিলেমিশে থাকবো যে সবাই,
নতজানু হয়ে রাখি শহীদ বেদির দাম,
বিশ্বজুড়ে সবার কাছে বাঙালির সুনাম,
থাকবো ইতিহাসের পাতায় চির গৌরবময়!
জাগো জাগো বীর বাঙালি করবো আরও জয়!!
বাঙালিরা এমন জাতি লক্ষ্যে অবিচল,
উদারতায় চিরকাল-ই থাকবে সে উজ্জ্বল,
নতুন আলোয় মুখটি তুলে হাতে রেখে হাত,
হাসিমুখে সবাই মিলে বলবো সুপ্রভাত!
আমরা সবাই বাঙালি এই একটাই পরিচয়!
জাগো জাগো বীর বাঙালি করবো আরও জয়।!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন