মাথায় ও বুকে গুলি করে হত্যা যুবকের, অশান্ত পরিস্থিতি চিত্তরঞ্জনে

মাথায় ও বুকে গুলি করে হত্যা যুবকের, অশান্ত পরিস্থিতি চিত্তরঞ্জনে

সাগর কুন্ডু # চিত্তরঞ্জনে মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হল বলরাম সিংক নামক এক নিলাম ব্যবসায়ী যুবককে। জানা যায়, চিত্তরঞ্জন কারখানার জি.এস.ডি গেট থেকে বেরিয়ে আসার সময় নিলামের মাল সংগ্ৰহকারী বলরাম সিং নামক এক যুবককে মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হয় বিকেল ৫ টা নাগাদ। 


চিত্তরঞ্জন কারখানার জিএসডি গেটের ভিতর অকসেনের মাল নেওয়ার জন্য কারখানায় যায় বলরাম সিং।  তারপর সেখান থেকে সে স্কুটি নিয়ে বিকেল ৫ টা নাগাদ বাড়ি ফিরছিল।  আর ঠিক তখনই একটি কালো রঙের পালসার বাইকে চড়ে দুটি হেলমেট পরা আততায়ী বলরামকে  লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পরে তাকে চিরেকা কস্তুরভা গান্ধী হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


এই ঘটনারপর আরপিএফ চিত্তরঞ্জন এরিয়াকে সম্পূর্ণ রূপে সিল করে দিয়েছে। পুলিশ হামলা কারীদের সন্ধান করছে। পুলিশ এই ঘটনাকে ব্যাক্তিগত লড়াই হিসাবে সন্দেহ করছে। ঘটনার পরে বলরাম সিং এর পরিজনেরা হাসপাতালে জড়ো হয়েছে। চিত্তরঞ্জন রেল নগরীতে এভাবে দিনে দুপুরে খুন হওয়ায় চিত্তরঞ্জন রেল পুলিশ এর উপর প্রশ্ন উঠেছে, কীভাবে এই রেল শহরে নিরাপত্তা রক্ষা হচ্ছে। 

সালানপুর ব্লক তৃণমূলের যুব নেতা মুকুল উপাধ্যায় জানান যে, বলরাম সিং তৃণমূলের এক সক্রিয় কর্মী ছিলেন। সে চিত্তরঞ্জন কারখানায় লোহার যন্ত্রপাতি সহ বিভিন্ন সামগ্রী নিলামের কাজ করত এবং বিভিন্ন ব্যাবসার সাথে জড়িত ছিল।  কোন ব্যাবসায়িক শত্রুতার কারণেই হতে পারে তাকে খুন করা হয়েছে। তিনি এই ঘটনার সম্পূর্ণভাবে তদন্ত চেয়েছেন। 

 
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.