অবসাদ : সুপর্ণা ভট্টাচার্য

সুপর্ণা ভট্টাচার্য

অবসাদ
 
সুপর্ণা ভট্টাচার্য

 
কেমন আছো ?
ভালো আছো তো এই নিষ্ঠুর পৃথিবীতে ?
সত্যিই ভালো আছো !
ঠোঁটের কোণে মৃদু হাসি দিয়ে বললে ,
কে নেবে বলো ভালো থাকার দায় !
শুধু চেষ্টা ছিল অনিবার
জীবন মৃত্যুর মোহনায়।
মনের কঙ্কালে জমছিল তীব্র বেদনা
হটাৎ স্তব্ধ চারিধার,অসমাপ্ত বাসনা
অবসাদ এর তিমির রাত্রিতে হল একটি তারার পতন ।
আর এক পৃথিবী অপেক্ষায় সফল
তোমার নতুন জীবন ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.