Pay TM থেকে কিভাবে ইনকাম করবেন -- সব জানুন বাংলায়

PayTM থেকে কীভাবে ইনকাম করবেন -- সব জানুন বাংলায় 

বর্তমান সমাজে সকলেই চায় উপার্জন করতে। আর তা যদি হয় ঘরে বসে শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে, তাহলে তো যে কোনও মানুষের পক্ষেই তা করা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, এ কথা সত্যি। আজকের দিনে মোবাইল ফোনে Online -এর মাধ্যমে বিভিন্ন Application পেয়ে যাবেন, যার মাধ্যমে বেশ ভালো রকমের Earning করা সম্ভব। 

এইসব বিভিন্ন  Application-এর মধ্যে আমার কাছে PayTM থেকে উপার্জন করার পদ্ধতিকে বেশি নিরাপদ মনে হয়েছে। কেননা, Online লেনদেন করার জন্যও PayTM একটি জনপ্রিয় মাধ্যম। আজকের দিনে বেশিরভাগ মানুষ  Online পেমেন্টের সময় PayTM ব্যবহার করে থাকেন। সে কারণেই PayTM Cash  ট্রান্সফারের সঙ্গে সঙ্গে উপার্জনেরও একটি মাধ্যম হিসেবে আপনাদের কাজে লাগবে। এ বিষয়ে বিস্তারিত জানতে ধৈর্য্যের সঙ্গে শেষ পর্যন্ত পড়ুন। 

PayTM App কী ?

PayTM App আসলে একটি টাকা আদান-প্রদানের জনপ্রিয় তথা Popular Platform বা মাধ্যম। এটি মূলত Payment Transfer করার জন্য ব্যবহার করা হয়। এবং এর দ্বারা আপনি Banking-এর  সমস্ত কাজও করতে পারেন। 

এবং যদি আপনি PayTM থেকে Online Earning অর্থাৎ উপার্জন করতে চান, তাহলে PayTM -এর মধ্যে অনেকগুলো উপায় রয়েছে। যার সাহায্যে আপনি উপার্জন করতে পারবেন। PayTM থেকে প্রধানত ক্যাশব্যাক, নিজের উৎপাদন করা পণ্য বিক্রয়, Affiliate Marketing করা, PayTM-এর পণ্য বিক্রয় করা, বিভিন্ন কোম্পানির Offer-এ Promo Code থেকে উপার্জন করা ইত্যাদি। 

এই সব মাধ্যমকে ব্যবহার করে PayTM থেকে উপার্জন করা সম্ভব। PayTM একটি বিশ্বস্ত কোম্পানি। সুতরাং PayTM App- এর মাধ্যমকে নিশ্চিন্তে ব্যবহার করে Online Earning করতে পারেন। সবচে বড়ো কথা উপার্জন করা সমস্ত টাকা আপনি ব্যাংক একাউন্টে জমা করতে পারেন। এবং PayTM Wallet-কে ব্যাংকিং পরিষেবার মতো ব্যবহারও করতে পারেন। অথবা, PayTM কে Money Wallet হিসেবেও ব্যবহার করতে পারেন। 

PayTM এর বিশেষত্ব কী ?

আমি লেখার প্রথমেই বলেছি, PayTM একটি বিশ্বাসযোগ্য কোম্পানি। এই বিশেষত্বর জন্যই ব্যবহারকারীরা এটি বেশি পছন্দ করেন। 

১.  
PayTM থেকে আপনি ঝুঁকি (Risk) ছাড়া টাকাপয়সার লেনদেন করতে পারেন। 

২.  
PayTM এর সঙ্গে আপনি আপনার ব্যাংকের একাউন্টকে লিংক করতে পারেন। তাতে যদি কেউ আপনাকে PayTM-এর মাধ্যমে টাকা প্রদান করে, সেই টাকা সোজা আপনার ব্যাংক একাউন্টে জমা হবে। এবং এর মাধ্যমে আপনিও কারো ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন।  

৩. 
PayTM ব্যবহারকারীদের জন্য PayTM Mall (দোকান) শুরু করেছে। PayTM ব্যবহারকারী PayTM Mall (দোকান) থেকে সরাসরি প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয় করতে পারবেন। 

৪.
PayTM এর মাধ্যমে ক্যাশব্যাক এবং Affiliate Marketing এর মাধ্যমে প্রচুর উপার্জন করা সম্ভব। 

৫.
PayTM-এর নিজস্ব গেমস খেলার মাধ্যমেও আপনি উপার্জন করতে পারবেন। 

PayTM-এর আরেকটু বিস্তারিত জানি 

১.ক্যাশব্যাক অফারের সহযোগিতায় উপার্জন

PayTM-এর মাধ্যমে ক্যাশব্যাক অফারের সহযোগিতায় আপনি উপার্জন করতে পারেন।  ক্যাশব্যাক অফারের জন্যই মূলত PayTM-এত জনপ্রিয়। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো ধরনের লেনদেনের জন্য কিছু না কিছু ক্যাশব্যাক অফার অবশ্যই থাকে।  এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যদি কোনো কেনাকাটা করেন, তখন কিছু না কিছু ক্যাশব্যাক পাওয়া যায়।  এর সঙ্গে মোবাইল রিচার্জ ও অন্যান্য পেমেন্ট বা লেনদেনের সময় কিছু না কিছু ক্যাশব্যাক পাওয়া যায়।  যেমন ধরুন, অনলাইন শপিং, মোবাইল রিচার্জ, কারেন্ট বিল, জমির খাজনা, প্লেনের টিকিট, ট্রেনের টিকিট, বাসের টিকিট ও অন্যান্য পরিষেবা যদি PayTM-এর মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে দেখে নিতে হবে PayTM-এর কী অফার রয়েছে।  সেই অফার উপলব্ধ করে নিয়মিত এখান থেকে PayTM-এর মাধ্যমে উপার্জন করা সম্ভব। 

২. আপনার দোকানের পণ্য বিক্রয় করে উপার্জন

আপনার নিজের পণ্য বিক্রয় করে উপার্জন করতে পারেন যদি আপনার কোনও  দোকান থাকে অথবা আপনার উৎপাদিত কোন পণ্য থাকে আর আপনি তা যদি অনলাইন মার্কেটিং-এর মাধ্যমে বিক্রি করতে চান, তাহলে সর্বপ্রথম আপনি PayTM-এর অ্যাপ্লিকেশন নির্বাচন করতে পারেন। PayTM-এর ভেতর আপনার নিজের দোকানের বা আপনার উৎপাদিত যে কোনো পণ্য বিক্রি করার পদ্ধতি রয়েছে, যা অনলাইন শপিং এর মাধ্যমে করতে হবে।  আপনার বিক্রি করতে চাওয়া পণ্য PayTM-এর Mall-এ আপলোড করতে হবে।  সেখানে ভিজিটর আসবে এবং আপনার পণ্য ক্রয় করবে। পণ্য বিক্রির মাধ্যমে আপনার Profit Jenerat হবে।  অনলাইনের মাধ্যমে আপনার পণ্য বিক্রি শুরু হওয়ায় একটা বড় ধরনের ব্যবসায়ী সুবিধা আপনার তৈরি হতে পারে। 

৩. PayTM-এর মাধ্যমে  Resaller

আপনার যদি নিজের কোনো পণ্য না থাকে, তাহলেও  আপনি PayTM-এর Mall থেকে কোনও  পণ্য বিক্রি করিয়েও Resaller হিসেবে উপার্জন করতে পারেন।  এর জন্য আপনাকে PayTM সুযোগ দিয়েছে।  PayTM-এর সঙ্গে আপনি রিসেলার হিসেবে কাজ শুরু করতে পারেন।  এতে PayTM-এর থেকে যত পণ্য আপনার মাধ্যমে বিক্রি হবে তার একটি বড় কমিশন আপনার পেটিএম অ্যাকাউন্টে জমা হতে থাকবে। 

৪. অ্যাফিলিয়েট মার্কেটিং Affiliate Marketing

অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনারা সকলেই জানেন ইন্টারনেটের ওপর কিভাবে Affiliate Marketing করতে হয়। ইন্টারনেটের উপর প্রচুর কোম্পানি রয়েছে যারা নিজেদের পণ্য বিক্রির জন্য আমাদের মতন সাধারন মানুষকে ব্যবহার করেন। এবং  তার জন্য Affiliate Marketing নামে একটি সিস্টেম রয়েছে।  এই সিস্টেমটি অত্যন্ত জনপ্রিয়।  Affiliate Marketing এর মাধ্যমে আপনি PayTM  থেকে উপার্জন করতে পারেন।  অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য PayTM-এর পণ্য বিক্রয়ের লিংক তৈরী করে আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। সেই লিংক থেকে যদি কেউ পণ্য ক্রয় করে, তাহলে আপনি কমিশন হিসেবে একটা উপার্জন পাবেন। 

৫. PayTM-এর Promo Code থেকে আয় 

এমনিতে তো কোনো না কোনো ভাবে PayTM-এর মাধ্যমে উপার্জন হতেই থাকে। তার সঙ্গে বিভিন্ন বিশেষ উৎস বা দিনে PayTM-এর Promo Code অফার থাকে। অনলাইনে কোনো পণ্য কেনার সময় Promo Code সাবমিট করার জন্য একটি জায়গা থাকে সেখানে Promo Code Aplay করলে আপনার ক্রয়কৃত পণ্য থেকে একটা ডিসকাউন্ট পাওয়া যায়।  সেই ডিসকাউন্ট-এর মাধ্যমেও আপনি উপার্জন করতে পারেন। 

৬. Game খেলে Income 

Game খেলে আপনি PayTM থেকে রেগুলার উপার্জন করতে পারেন।  PayTM First Gamr নামে PayTM এপ্লিকেশনের একটি নিজস্ব Game Platform রয়েছে। যার মাধ্যমে আপনি নিয়মিত Income করতে পারবেন। 

PayTM  থেকে কিভাবে ইনকাম করা যায়  ?

এ প্রসঙ্গে আমার এই লেখাটির মাধ্যমে আশাকরি আপনাদের সন্তুষ্ট করতে পেরেছি। আমার চেষ্টা থাকে, পাঠকের চাহিদা অনুযায়ী বিষয়টির উপর বিস্তারিত খুঁটিনাটি সবকিছু পরিষ্কার করে বলা।  তাতে পাঠকেরা সময় বাঁচে  এবং ঠিক ইনফরমেশন পেয়ে  উপকৃত হয়।  বিষয়টি সম্পর্কে যে কোনো বিভ্রান্তি দূর হয়।  

যদি আমার পোস্ট আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার সোশ্যাল নেটওয়ার্ক, Facebook, Twitter বা অন্যান্য সাইটে শেয়ার করুন। 

What is PayTM, পেটিএম কি, পেটিএম অ্যাপ্লিকেশনে ব্যালেন্স কিভাবে চেক করে, পেটিএম থেকে পয়সা কিভাবে পাঠানো যায়, পেটিএম থেকে কিভাবে টাকা উঠানো যায়, পেটিএম থেকে কিভাবে উপার্জন করবেন?


Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.