বজ্রে তোমার বাজে বাঁশি : মৃদুল শ্রীমানী

মৃদুল শ্রীমানী

বজ্রে তোমার বাজে বাঁশি
 
মৃদুল শ্রীমানী

১৯১০ সালের ৪ জুন, শনিবার, ২১ জ‍্যৈষ্ঠ, ১৩১৭ বঙ্গাব্দ তারিখে রবীন্দ্রনাথ "যতবার আলো জ্বালাতে চাই", ও "বজ্রে তোমার বাজে বাঁশি" গানদুটি লিখেছিলেন।

১৯১৬ সালের ৪ জুন, ২২ জ‍্যৈষ্ঠ, ১৩২৩ বঙ্গাব্দ তারিখে রবীন্দ্রনাথ জাপানে একটি চা-পান অনুষ্ঠানে যোগ দেন। কবি জাপান যাত্রী ব‌ইতে লিখেছেন " সেদিন একজন ধনী জাপানি তাঁর বাড়িতে চা পান অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ করেছিলেন । তোমরা ওকাকুরার 'বুক অফ টি' পড়েছ, তাতে এই অনুষ্ঠানের বর্ণনা আছে। সেদিন এই অনুষ্ঠান দেখে স্পষ্ট বুঝতে পারলুম, জাপানির পক্ষে এটা ধর্মানুষ্ঠানের তুল‍্য। এ ওদের একটা জাতীয় সাধনা। ওরা কোন্ আইডিয়ালকে লক্ষ্য করছে , এর থেকে তা বেশ বোঝা যায়। " 

জাপানের এই আইডিয়ালকে সন্ধান করাই তাঁর লক্ষ্য ছিল। ১৩২৮ বঙ্গাব্দের ২১ জ‍্যৈষ্ঠ শনিবার ইংরেজি ক‍্যালেণ্ডারে 4 June, 1921, সকালে বার্লিনের প্রুসিয়ান অ্যাকাডেমির রেকর্ড শাখা'র ডিরেক্টর ডঃ ডোজেন রবীন্দ্রনাথের কণ্ঠস্বর রেকর্ড করেন। দুটি রেকর্ডে "দি মেসেজ অফ দি ফরেস্ট" প্রবন্ধটির শেষাংশ ও "মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি" গানটি গৃহীত হয়। Servant কাগজ ১১আগস্টে লিখেছিল the University of Berlin took records of the poet's voice( both speech and song) in copperplates for preservation in underground cellars for thousand of years along with his portrait and autograph. 

এই ৪ জুন তারিখেই  রবীন্দ্রনাথ অ্যাণ্ডরুজকে লিখে পাঠান বার্লিন থিয়েটারে 'ডাকঘর' নাটকের অভিনয় দেখার অভিজ্ঞতা। কবি লেখেন " I saw 'Post Office' acted in Berlin Theatre. The girl who took the part of Amal was delightful in her acting, and altogether the whole thing was a success. But it was a different interpretation from that of ours in our own acting in Vichitra."
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.