![]() |
সুপর্ণা ভট্টাচার্য্য |
সুপর্ণা ভট্টাচার্য্য
আমার এই "আমিটুকুই "সম্বল।
তোমার আছে অভিযোগ এর পাহাড়।
নিঃস্ব করে ভেবেছি নিজেকে ,
ভুল হয়না এখন আর আমার।
তোমার "তুমি"বড়ই দুর্বল
হোঁচট খাও বারবার।
আমি পাহাড় উৎরাই,
মেঘ এর সাথে পাড়ি দিই দূর দিগন্ত,
আমি নিঃস্ব হয়ে খুঁজে পাই আমাকে,
তুমি যে সব কিছু আগলে
হারিয়েছ তোমাকে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন