![]() |
বিষ্ণু পদ মাহান্তী |
পৃথ্বী কন্যা (২)
বিষ্ণু পদ মাহান্তী
তোমার বুকে মাথা রেখে
আমি নিশ্চিত ঘুমিয়ে যাই।
তুমি কি রাক্ষুসী
তোমাকে ভয় করবো?
তোমার স্তনে হাত রেখে আমি শিশু হয়ে যাই।
তুমি অনায়াসে আমার কপালে চুম্বন মেখে দাও।
তোমার অবিন্যস্ত কেশ গালে সন্ধ্যার স্নিগ্ধতা বিছায়।
নীল সন্ধ্যা ঘনিয়ে এলেই তোমার রূপ বটের ছায়ার মতো নরম হয়।
তোমার বুকের ঢেউ সমুদ্রে মিশে
তোমার নাভির রেখা শুক্লা পঞ্চমীর চাঁদের মতো সুন্দর হয়।
বনানীর সবুজ নীল শাড়ি গায়ে লেপটে তুমি যখন নতুন বউ সাজো ,
তটিনীর স্বছ সলিল তোমার হাতে কাঁকন পরায়।
ভোর রাতে তোমার শরীরে আলস্যের মাঝে গেয়ে উঠে ঘুম ভাঙানিয়া চড়ুই শালিক।
গর্ভিনী রমণীর মতো তুমি হালকা আড়মোড়া দিয়ে জেগে উঠে
আমাকে জাগাও।
হে পৃথ্বী কন্যা
তোমার স্নিগ্ধ কোলে আবারও শিশু হই।
দাঁতে খুটে ছিদ্র করি তোমার পাখি আঁকা আঁচল খানি।
তোমার দীঘল দুটি চোখে ভেসে আসুক সীমান্ত পারের কাহিনী।
তোমার রূপে ফুটে উঠুক বিশ্ব মায়ের রূপ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন