এক খুরি চায়ের সাথে
তিথি সমাজদার
আহিরীটোলা ঘাটের ছোট্ট চায়ের
দোকানটিতে বসে মিটিয়ে ছিলুম
তোর আমার মান অভিমান
এক খুরি চায়ের সাথে।
দুটি ঠোঁটের মাঝে শান্তির
এক চুমুক পোড়া মাটির
গন্ধভরা মিষ্টি চায়ের স্বাদে
ভুলে চেয়েছিলুম তোর মুখে।
তোর কালো জামার সাথে
চশমার রঙ মিশে একাকার
কানের দুলটা করছিল চকচক
দুষ্টু মিষ্টি হাসির সাথে।
আপিসের সারাদিনের ক্লান্তিটা ভুলে
মিশে গিয়েছিলুম মিষ্টি সেই চায়ে
মাটির উনুনে বানানো কিনা
ভালোবাসার ছোঁয়া তো থাকবেই।
তারপর থেকেই লকডাউনের গপ্প
কোরনা যেন দিলে দেওয়াল টেনে
রাগ অভিমান আর হয়না আমাদের
দুচোখ দিয়ে শুধু পড়ি তোর ছবিটাকে।
জমছে আজো এঁঠো চায়ের খুরি
আহিরীটোলার সেই চায়ের দোকানেতে
উনুনটিতে হচ্ছে কত শত চা
ডাসবিনেতে জমছে কত না এঁঠো খুরি।
ঘুমিয়ে পড়েছিলুম জেগে দেখিনি আর
মনে হয় স্বপ্ন এটা ছিল বুঝি
শুধু তোর হাতের লেখাটা আছে......
"আমি কোথায়.... আমি নেই....
আমি চলে গেছি" ।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন