![]() |
স্তব্ধ জীবন : শ্রীমতি ডলি |
আজি পৃথিবীব্যাপী পোড়া চৈত্রের স্তব্ধতা
বর্ণহীন জীবনে ... নিরন্তর অনন্ত চিন্তা !
কোলাহল-হীন শহর নগর বন্দর -
এক অজানা আতঙ্কে জর্জরিত অন্তর ।
স্বাভাবিক জীবনে সদা আঁধার বিরাজে
অস্থিরতার বাতাবরণ ... স্তব্ধতার মাঝে ।
পরিজনহীন বান্ধবহীন একাকী জীবন
স্বেচ্ছাবন্দী-দশা - নির্জন গৃহকোণ ।
কত প্রাণ নীরবে নিলে...হে বিশ্বরাজন!
এখনও কালো মেঘে ঢাকা ঈশান কোন ।
কমণ্ডলু থেকে দাও না এক-আঁজলা জল
যার পরশে বসুন্ধরায় উঠুক হিল্লোল ।
আবার মুখরিত হোক বিদ্যালয় চত্বর
সকল রুদ্ধদ্বার হোক উন্মুক্ত সত্বর ।
মন্দির মসজিদ ভ'রে যাক জনসমাগমে
গির্জায় প্রার্থনা হোক প্রশান্ত মনে ।
স্তব্ধ জীবনে আসুক গতি ব্যাপ্তচরাচরে
ধ্বনিত হোক সুর-মূর্ছনা মন-বীনার তারে ।।
1 Comments:
দারুন।
একটি মন্তব্য পোস্ট করুন