![]() |
কূরে ওঠা ভাবনাগুলো : তুষার দাস |
গাঢ় লালচে করে
বিকেল হয়ে এলো
মা দিদিমা গা ধুয়ে
সন্ধ্যে দিচ্ছে।
বালিগঞ্জ পাড়াতে
শাঁখ বাজে
বাড়ি ঘুরে ঘুরে
বিকেল হলেই
আমার দিন শেষ।
ঝুপ করে
লোডশেডিং হয়ে গেলো
জানলার নিচে রোয়াকে
গুলতানি, আড্ডা
মোমবাতির ধৈয্য গলে পড়ছে
কাল আমার অংক পরীক্ষা।
বাগানে একটা সাপ ছিল
মাসী আরশোলা ভয়ে পেতো, খুব
দেওয়ালময় টিকটিকি ছিল
আমার একটা শৈশব ছিল।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন