বীতরাগ , প্রেম এবং স্বর্গীয় ভালবাসার উৎযাপনের দিন : পিনাকী চৌধুরী

বীতরাগ , প্রেম এবং স্বর্গীয় ভালবাসার উৎযাপনের দিন : পিনাকী চৌধুরী
বীতরাগ, প্রেম এবং স্বর্গীয় ভালবাসার উৎযাপনের দিন : পিনাকী চৌধুরী      

১৪ ফেব্রুয়ারী হল প্রেমের দিন , ভালবাসা উৎযাপনের দিন । বাস্তবে প্রেমের উজ্জ্বল উপস্থিতিতে আজও আপনি বা আমি মোহিত হই । প্রেমকে বোধহয় বহুমূল্য অলংকার বললেও অত্যুক্তি হয়না , যার উপস্থিতি আজও নীরব , কিন্তু খুবই দামী !   প্রেম বয়স মানেনা , জাতি - ধর্ম মানেনা । দেশকালের উর্দ্ধে প্রেমের অবস্থান ! তাইতো আজও নতুন প্রেমের স্পর্শে আপনার আমার দেহ মন পুলকিত হয় ! গতানুগতিকতার উর্দ্ধে উঠে জীবনে আসে বৈচিত্রের ছোঁয়া !  প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে থাকে অপর একটি গল্প ! কিন্তু ভ্যালেনটাইনস্ ডে এর কি সেই কাহিনি ?  সে বহুকাল আগেকার কথা ।

২৭০ খ্রিস্টাব্দের রোমান সাম্রাজ্যের সেই সাদা কালো দিনগুলিতে তখনও রক্ষণশীল মনোভাব চালু ছিল । তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস নারী পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন । তিনি যুক্তি সাজালেন যে , বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যুদ্ধের প্রতি পুরুষদের অনীহা সৃষ্টি হবে ।সেইসময় রোমে খ্রিস্টান গীর্জার পুরোহিত ভ্যালেনটাইন রাজার নির্দেশ রীতিমতো অগ্রাহ্য করে গোপনে নারী পুরুষের বিবাহের কাজ সম্পন্ন করতে লাগলেন । খবর চাপা থাকেনা । সেই ঘটনা সামনে আসতেই ভ্যলেনটাইনকে রাজার কাছে ধরে নিয়ে আসা হল । ভ্যালেনটাইন রাজাকে জানালেন যে, খ্রিস্টধর্মে বিশ্বাসের কারণেই তিনি কাউকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে নিষেধ করতে পারেননা ।

ক্রোধে উন্মত্ত রাজা ভ্যালেনটাইনকে কারাগারে বন্দী করলেন । তারপর রাজা দ্বিতীয় ক্লডিয়াস ভ্যালেনটাইন কে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে প্রাচীন রোমান পৌত্তলিক ধর্মে ফিরে আসার প্রস্তাব দিলেন । কিন্তু ভ্যালেনটাইন তা মানতে নারাজ ! অতঃপর রাজা তাঁর মৃত্যদন্ডের আদেশ দিলেন । ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারী ভ্যালেনটাইন এর মৃত্যুদন্ড কার্যকর হল ! আর তারপর থেকেই রোমান সাম্রাজ্যে প্রাচীন পৌত্তলির ধর্মের ক্ষমতা হ্রাস পেয়ে খ্রিস্টধর্মের প্রভাব বাড়তে থাকল ।

ওদিকে ৪৯৬ খ্রিস্টাব্দে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ গ্লসিয়াস ১৪ ফেব্রুয়ারী দিনটিকে 'Saint Valentine Day ' হিসাবে ঘোষণা করে দিলেন । এখানে বলে রাখা ভাল , কারাগারে বন্দী থাকা অবস্থায় ভ্যালেনটাইন জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে ভালোবেসে ফেলেছিলেন ।  তৎকালীন রোমান সাম্রাজ্যে একজন পুরোহিত হয়ে ভ্যালেনটাইন এর এ হেন অসম প্রেম রক্ষণশীল সমাজ মেনে নিতে পারেনি ! তবে এই প্রেমের কারণেই তাঁর মৃত্যুদন্ড হয়নি , নিজ ধর্মের প্রতি নিবেদিত প্রাণ এবং অবশ্যই গভীর ভালবাসার কারণেই ভ্যালেনটাইন এর মৃত্যুদন্ড কার্যকর হয়েছিলো !
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.