![]() |
রূপের বন্যা : মিঠুন রায় |
তোমার অতসী রূপের বন্যায় আমার যৌবন ভেসে গেছে।
অতল প্রেমে হাবুডুবু খাচ্ছে আমার বাকশৈলী,
স্মৃতিশক্তি মুছে গেছে জীবন নদীর অতলে।
ভালোবাসার মায়াবী রূপে ঘুচে গেছে আমার ক্লীবতা,
আমি তোমার পাঁজরের
ছবি আঁকি বুকের রক্তে,
শুধু একটি চুম্বনের অপেক্ষা করি ফ্রেমে আটকে রাখব বলে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন