![]() |
সভ্যতার কবর : আরতি ধর |
একটা কবর খুঁড়তে চাই
কোদাল, বেলচা নিয়ে সব এসো ভাই---
কবর!
আরে কার?
এমা! জানো না
সভ্যতার----
ওহ, এই কথা
আরে খোঁজার নেই দরকার
আজ দিন তোমার
চেয়ে দেখো সব হয়েছে সরিক দলে তোমার!
জল, স্থল, আকাশ
সব আমার
তাই সবেতেই আছে আমার সম্পুর্ণ অধিকার
দেশ টা গরিব
ফুটপাতে আস্তানা
শ্রমিক যায় দূরে
প্রিয়জন ছেড়ে
প্রিয়জনের জন্য,
আসে ফিরে, কখনও
উপার্জন করে স্ব-শরীরে
কখনও কফিনে,,,,
আচ্ছা এ কেমন গরিব দেশ?
যেখানে মা দূর্গা সোনায় জড়ানো?
যেখানে মা কালী কান বন্ধ করেন শব্দ বাজির ঠেলায়?
Wine shop এ বিক্রি কোটি পার করে?
Online খাবার অর্ডার এ ঝামেলা নেই বাপু।
বড় হোটেল গুলো তে 'টিপস'একটু বেশি দিলে নিজেকে বেশ 'চালিয়াৎ' লাগে!
সে যাইহোক
চাল-ডাল আমার
তো
গৌরাঙ্গ আমার
সেখানে নাক গলানোর তোমার নেই দরকার,,,
সন্তান?
নাকি অশ্বমেধ এর ঘোড়া!
শুধু দৌড়-দৌড়-দৌড়
আরও জোরে দৌড়া
সবেতেই হতে হবে সেরার সেরা
একমাত্র সন্তান
বহুমাত্রিক স্বপ্ন
সব পূরণের দায় তোমার.
আকাশ নিতে পারে না শ্বাস
ধোঁয়া, দূষণ
বাতাস ভারী
অরণ্য ধ্বংস, বৃষ্টি করেছে আড়ি
ভূ-গর্ভ
হয়েছে খালি
সুমেরু-কুমেরু
ভেঙেছে ধৈর্য্য র বাঁধ
ঝরাচ্ছে তারা নিজেকে
অশ্রু হয়ে,,,,
চারিদিকে যখন ত্রাহি-ত্রাহি রব
তখনও কান পাতি
শুনি সভ্যতার কলরব
ক্ষমতা----
পার করে যায় বুঝি
বোধ বিবেকের সমতা!
শুধু আজ নিয়ে ভাবা
কাল কি হবে
আমি হয়তো থাকব না
আমার পরবর্তী প্রজন্ম তো রবে
তাদের জন্য কি রেখে যাবে???
এই যে প্রতিনিয়ত সেরার যুদ্ধে পাঠানো
একদিন সেরা হয়ে জয়ধ্বজ উড়িয়ে আসবে সে ফিরে,,,
এসে পাবে কি শ্বাস নেবার জন্য পর্যাপ্ত বাতাস?
পাবে কি তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ জল?
নাকি থাকবে না কিছু ই?
থাকবে শুধু অর্থ, ক্ষমতা আর প্রাচুর্যের ঢল?
সেদিন তৈরি থেকো প্রভাবশালী সব
উত্তর দেবে নাকি
সব দেশ জয় করে ফেরা
সেই অশ্বমেধের ঘোড়া কে
ফেলবে নিজেরই সৃষ্ট কবরে?
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন