![]() |
প্রশ্নটা তোমায় দিলাম ছুঁড়ে : শিপ্রা (লাভলী) |
হয়তো সময় চলে হাপিত্যেশের আধো আঁধারে
ঠোঁট ছুঁয়ে দেয় ক্লান্তির অবসানে
মুঠো খুললে পালিয়ে বেড়ায়,অনভিপ্রেত কিছু মুহূর্ত!!
তুমি কখনো কবি হয়ে যাও—
কবিতারা আল ধরে হেঁটে যায়, আবেগী ঘনপথে
বসন্তপুরে পর্যাপ্ত বাহারী থাকলেও, আভায় বে-রঙিন সোহাগের ঘর!!
নিয়মবিধি শব্দ দূষণে বড্ড হাহাকার—
ইচ্ছেরা বেড়িয়ে লুটোপুটি খায়, মুক্তবনে উচ্ছ্বাস
আগন্তুক সওদাগর হরহামেশাই উঁকি মারে!!
সঙ্গীন রাত, আবছায়া মুখোমুখি—
ছেঁড়া কাগজের ভেলা, বেগতিক চলাচল
নামহীন অবুঝ সাম্পান ছুটে চলে সাগর মোহনায়!!
এলোমেলো শব্দগুলো জোড়া দিতে দিতে, ভোর হয়
কিছু ভালোলাগা আর ভালোবাসা মিশে
অন্তরালে অন্তহীন সুখ না বেদনা——— প্রশ্নটা তোমায় দিলাম ছুঁড়ে!!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন