![]() |
অভিমন্যু তোমাকে : মেহেদী পাতা |
আসলে যুদ্ধটা থামাতে হতো...
নির্লজ্জ সময় তোমাকে বধ করলো চক্রব্যূহে
আমার চেতনায় তুমি পূর্ণ তুমি জয়ী অভিমন্যু
জানো কী করে ?
ওই গন্ধটার জোরে
না না যুদ্ধ চারণের পোড়া গন্ধক নয়
ইউক্যালিপটাস, ইলাং ইলাং, সিভেটোন
তোমার পাঁজরে যা গেঁথেছিল তন্নিষ্ঠার মন
মধ্যবিত্ত হাওয়ায়
তুমি যে চিনতে পারো চেনাতে পারো অভিমন্যু
প্রেমের গন্ধ প্রতারণার গন্ধ বিশ্বাসী ধোঁয়ার গন্ধ
তোমার কস্তুরী মন মুছে দেয় নারীর প্রয়োজনী প্রসাধন
‘যা’ চাই তা’ পাই’ এর মনোজ গন্ধে
তুমি অসাধারণ, তুমি সঞ্জীবন
জঠরের নারী-গন্ধে থেকো শুধু চোখ মেলে
ইতিহাস ধার্মিক হবে প্রাণ ঢেলে তোমার আদলে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন