![]() |
তোমার কাছে বন্ধক রেখেছি : মিঠুন রায় |
তোমার কাছে বন্ধক রেখেছি মূল্যহীন প্রেম
স্বপ্নের কাছে বন্ধক রেখেছি অন্তহীন মৃত্যুকে।
উনুনের ভাতের হাঁড়ি এখনো তপ্ত হয় নি।
আমি আকাশে হেঁটে চলছি
রুচিহীন ভালোবাসাকে শিকেয় তুলে,
শুধু মানবতার উৎস সন্ধানে,
মগজের ভাবশূণ্যতা অহরহ নতুন রূপ নিয়ে উদয় হচ্ছে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন