শেষ শিখা : অরুণ চক্রবর্তী

অরুণ চক্রবর্তী
শেষ শিখা

বুকে মাথা রেখে বলেছিলে হৃদয় শুকিয়ে গেছে--
অন্তজ মন কথা চেপে রেখেছিল চোখের কার্নিশে
অনেক আগের শব্দগুলো ঝি ঝি পোকার মতো
আপাদমস্তক সেই সুরে এখনো জড়িয়ে কাঁদে-
বৈরাগ্য হাত সরিয়ে নেয় চাঁপা আর্তনাদে,
দিতে পারিনি কোনো গর্ভ
নতুন সম্ভাবনার যে চিহ্নে কাছে এসেছিলে সে চিহ্ন কবেই মুছেছে কালো ঝড়--
ক্ষমা চেয়ে অব্যাহতি চেয়েছি বৃন্ত হতে,রাজী হওনি শুধু সময়ের বার্তা দিয়ে,
কতটা ত্যাগ করলে একটা নিকষ কালো রাতে জোনাকি জ্বলে একমাত্র জানতে তুমিই--
যদি ক্ষতচিহ্ন মধ্য শরীরে কোনো পাপদাগ রেখে থাকে
দোষ দিও নির্দ্বিধায় --
শর্ত করে বুকে রেখেছি মাথা এখন সরে যাই কি ভাবে--
বৃষ্টিতে ভিজে ভিজে হৃদয়দুয়ার আর চাপ নিতে অক্ষম--
বুঝতে পেরেছ শরীরের অলিগলি কতটা অসহায় বিদ্ধ-
স্তব্ধতাই শেষ নয়--তারপরও আরো এক নতুন হৃদয় ভোরের আলোয়
মুছে দেবে সব চোখের জল--
জীর্ণ গাছের পাতার সামনে দিনরাত কেঁদে চলেছি--
মৃত্যুই জ্বেলে রাখে হৃদপদ্মের শেষ শিখা
একটু স্পর্শের সুযোগ দিও,কথা দিচ্ছি উপবাসী থাকবো।

Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.