রুদ্রসাগর কুন্ডু |
আত্মার তলায় সারামুখ ডুবিয়ে দিলাম
বিষপোকা ঢুকে গেল মুখের ভিতর...
চোখে দূরবীন ঠেকিয়ে
হন্যমান জাতি
স্মৃতিময় করে রাখল সমস্ত মুহূর্তগুলি
মুহূর্তরা ধীরে ধীরে পচে গেল
পচা গলা শ্বেতকুষ্ঠের হরিদ্রাব গড়ালো
জিভের তলায়, জিভ থেকে
দ্রাক্ষা ফলের মতো বিমর্ষ বর্ণমালারা
উদ্বিগ্ন উপত্যকার আগুনে ঝাপিয়ে পড়ল
পাঁজরে পাঁজরে পলাশ ফোটাই
হৃদয় উঁচু নীচু করি
উদ্ভ্রান্ত, উন্মাদ জীবনের আর্তডাক
প্রকা- ডালে বসে, শিস দিতে দিতে
ঢুকে পড়ে দাম্ভিক বাংলাভাষায়
একুশ... না। একবিংশে দাঁড়িয়ে বলি:
অতিষ্ট জীবুনের দাঁতে নয়
তুমি খুদে দু’টি শালিখের ঠোঁটে এসো
রোদ লাগুক। ক্ষুব্ধ ফুলগুলো
ফুঁ দিলে বাঁশির মতো বাজুক, আনন্দে...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন