![]() |
কিশলয় গুপ্ত |
এই তো আমার কষ্টগুলো ভাসিয়ে দিলাম ব্রক্ষ্মপুত্রে
ইচ্ছে টিচ্ছে সরল সূত্রে
বাঁধ দিয়েছে দুহাত ভরে মস্ত প্লাবন
দুই চোখে এক আস্ত শ্রাবণ
ঝরছে বলেই ভেসে গেল দিল দরিয়া
ঠিকানা চাই? বেতপুকুর, চক বামন গড়িয়া
এবং বাক্যের গোপনার্থে অনেক কিছু বৃহৎ ব্যাপার
এই যে তুমি শীতের র্যাপার
জড়িয়ে ধরে ঘুমের ঘোরে হাওয়ায় ভাসো
জেনে রাখো রাস্তা বাঁকা অথবা ফাঁস ও
অপেক্ষায় থাকে রাত্রে
জল যেমন অনাত্মীয় পাত্রে
আসর জমায়। ব্রক্ষ্মপুত্র তুমুল ভাসে
আমি তখন শব্দ সাজাই একান্তই নিজ আকাশে
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন