![]() |
পুজোর প্রেম : অভিজিৎ লাহিড়ী |
কে সাজায় তোমায়
এত নিখুঁত।
আবেগ মেখেছি গায়
আমি তোমাতে বুদ।
অবাধ্য চোখ বারন মানেনা।
কত আলো জ্বলে নেভে
ইশারাতে কথা হবে
ছুয়ে দিলে হাত, খুশির দোয়া ত
স্বপ্নে ছড়াবে রং বাহানায়
শুধু মন কিছুই জানেনা।।
মেঘের গায় ,শহরটায়
নীলচে প্রেম ভালোবাসা।
রং চোরা স্বপ্নরা
দু চোখে কোণঠাসা।
কিছুই বলেনা তাও
অবাধ্য চোখ বারন মানেনা।।
কত খুঁজি, রোজই বুঝি
জেগে রবে।
ভিড় ঠেলে হত রালে
দেখা হবে।
তবে তাও হলোনা।
চোখে চোখে কথা হবে কিনা।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন