যেতে পারি : বিজয়া বিশ্বাস

বিজয়া বিশ্বাস
যেতে পারি

সকালের সাথে একতারায় বাউল ফকির;
যাযাবর সুখ পেলে ডাকিস
যেখানে পাহাড় নদী...

সমুদ্র আস্তিন ঠোঁটে ...
দুপেয়ালা বিবাগী ঘুমের খালাসী;
যেখানে নির্ভেজাল আমোদী -

প্রবাহিত বালুচরে ফেলে ছোটা
যে সুখে পাড় ভাঙা;
পিছনে কৈশোর ;সমুখে অস্ত আদী...

যেখানে গঙ্গার বুকে মাথা রেখে
গোদাবরীতে মিশে যাবো
যেখানে দুহাত বাড়িয়ে ক্ষুদী...


Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.