![]() |
তিনযাদুশব্দ৪: কিশলয় গুপ্ত |
না হয় আর একটু বসে যাও
ঝোড়ো হাওয়ায় হাঁটতেও পারো যদি
তারপরে নামবে মুষলধারে বৃষ্টি
কিছুক্ষণ থেকে যাও ছাদের নীচে
পংক্তির আড়ালে রাখো কান্না
শাড়ীর ভাঁজে লুকানো থাক প্রেম
প্রতি পৃষ্ঠার ঝরা বর্ণমালা নিয়ে
তৈরি হবে একটা গোটা উপন্যাস।
জল জমা কাদা পথে হেঁটো না
ভরা বর্ষার আশ্রয়ে এসো
আঁচল উড়িয়ে নিতে পারে ঝড়
আর একটু বসে যাও না হয়...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন