![]() |
সুবীর সরকার |
সংরক্ষিত বনাঞ্চলের সাথে যদি তুলনা করা হয়
আপনাকে
দুপুরের গমখেতের সঙ্গে তুলনা করা হয় যদি
আপনাকে
আপনি কি তবে রেগে যাবেন মিসেস মনিমা
মজুমদার
বাংলা ভাষায় কবিতা লিখতে এসেছি বলেই তো আপনাকে খুঁজে পেলাম মনিমা
আপনার কবিতা জুড়ে প্রখর মেধা
আপনার কবিতায় দেখি হাঁসের পালক
বল্লম ও শিরস্ত্রান দিয়ে কবিতায় মোচড়
লিখছেন
আপনার হেঁটে যাওয়াটা ভারি অদ্ভুত
আপনার ঝুঁকে পড়াটা অন্যরকম
পৃথিবীর সমস্ত আলপিন থেকে জং মুছছেন
প্রসাধনের মত করে কবিতা মাখছেন
আপনি সাঁকোর ওপর বৃষ্টি দেখছেন
আপনার আঙুল চলে যাচ্ছে ব্লক অপশনের
দিকে
আমি একদিন আপনার মেয়েবেলার গল্প
শুনবো
বন্দর দেওয়ানহাটের শেয়াল ও বেড়ালের
কথা বলবেন আপনি
আপনি কবিতাকে চুরমার করে দিন
কবিতায় পাটকাঠি আর ঢেকিশাক ঢুকিয়ে
দিন
কবিতা গান থামিয়ে দেওয়া পাখি
আপনি সেই পাখিদের জন্য ড্রয়িংরুম বানিয়ে
দিন
কবিতায় হামাগুড়ি এনে দিন
নদীর জলে কবিতাসমেত নেমে
পড়ুন
আপনার ব্যক্তিত্বকে আমি শ্রদ্ধা করি
আপনার কবিতার জন্য অসামান্য স্যালুট
সাজাই
ড্রামবাদকের হাসির সাথে বারবার দেখা হোক
আপনার
খুব করে কবিতায় মিশে থাকুন রঙিন স্কার্ফ
হয়ে
নিশ্চই দেখা হবে আমাদের
নার্সিংহোমের বিছানায় শুয়ে থাকা আমাকে
দেখতে আসবেন আপনি
আপনি বাংলা কবিতার মূল্যবান সংযোজন
বিশ্বাস করুন,প্রকৃত সম্পর্কে কোনো দূরত্ব
থাকে না
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন