যুদ্ধ নয়, শান্তি চাই : কর্ণধর মন্ডল

কর্ণধর মন্ডল
যুদ্ধ নয়, শান্তি চাই

বলতে পারো ?
যুদ্ধ করে কি পাওয়া যায় !
হয়তো পাওয়া যায়,কয়েক'টি মৃত লাশ।
কিংবা;বাবা-মা'র অশ্রু'ঝরা বক্ষ-বিদীর্ণ কান্না,
যা হলো!সমাজের রক্ত ধরানো এমনি সর্বনাশ।।
বলতে পারো ?
যুদ্ধ করে কি পাওয়া যায় !
হয়তো পাওয়া যায়,রক্ত'স্নাতা পরিত্যাক্ত মাটি।
শেষ হয়ে যায়;স্বপ্নে গড়া সুখের পরিবার,
যেখানে ছিল মায়া-মমতা সৃক্ত সাজানো পরিপাটি।।
বলতে পারো ?
যুদ্ধ করে কি পাওয়া যায় !
হয়তো পাওয়া যায়,অবোধ শিশুর বোবা কান্না।
অবিরত ম্লান বদনে প্রিয় স্বজন,হারা বিষাদ বেদন!
সেখানে স্বপ্নে গড়া সুখের স্বর্গে,বিরহ যাতনা।।
বলতে পারো ?
যুদ্ধ করে কি পাওয়া যায় !
হয়তো পাওয়া যায়!কিশোরী বধুর সিঁন্দুর শুণ্য সিঁথি;
যেখানে ছিল অবিরত ভালোবাসা,আবেগময়  প্রেম-প্রীতি।।

"তাই যুদ্ধ নয়....শান্তি চাই"!!
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.