![]() | |||
বনশ্রী রায় দাস |
আশিতে আসিও না
বনশ্রী রায় দাস
শুনশান বৃদ্ধাশ্রমের ঝুলপড়া দেয়াল প্রতি
দরজার কড়িকাঠে মাঙ্গলিক সংকেতের
বদলে ঝুলে আছে শোক-সন্তাপ ।
কত কতরাত খোলা চোখের পাতায় জং-ধরা
জানালার ছমছমে দীর্ঘশ্বাস ।
কোলভরা আলোর স্বপ্ন ,সিঁদুর-টিপ ,আলতা-
ভেজা পায়ের জলছাপ মুছে যাচ্ছে
পিছুটানের আয়না থেকে ।
পালতোলা নৌকো রূপণারায়নের বুকে ভেসে
যাওয়ার পর একটি জলের রেখা ও
থাকেনা অপেক্ষার কাছে-----
সাক্ষী থাকে শুধু কাাঁথা সেলাইকরা আঙুল
ও সূঁচের কালশিটে ।
মায়াবী মঞ্চে দাঁড়িয়ে নির্বাক একটি জীবন,
বঞ্চনার পালকে লিখে যায় ব্যর্থ -উপনিষদ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন