![]() |
প্রিয়াঙ্কা অধিকারী |
সন্ধ্যা নামার আগে
প্রিয়াঙ্কা অধিকারী
কিছু লুকিয়ে রাখা সন্ধ্যা
আজও হাত বাড়িয়ে ডাকছে।
তোমার আমার নীরবতা গুলি
মৌনতা হয়ে হাসছে।
চলার পথে অশ্রুবিন্দু
হাঁসি -কান্নায় ডুবছে।
তোমার আমার নীরবতা গুলি
মৌনতা হয়ে হাসছে।
ফেনিল সাগরে নীল হলো সাদা
গর্জে গর্জে উঠছে।
ধোঁয়াশা আর বায়ুমখা স্মৃতি
কাঁদছে ডুকরে কাঁদছে।
ভেসে ওঠা বুদবুদ
আর চিক্কন ইশারাতে,
ভালোবাসাবাসী মেখেছে যে পথ
ছেয়েছে স্বপ্নরাতে।
তোমার আমার নীরবতা গুলি
মৌনতা হয়ে হাসছে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন