বাংলা কবিতার জগতে আকস্মিক আগমন কবি বিকাশ দাস ওরফে বিল্টুর। কিছু না পাওয়ার বেদনা, প্রত্যাশার প্রতিফলন কবির কলমের আঁচড়ে।অভাবকে নিত্য সঙ্গী করে বহু প্রতিবন্ধতার মধ্যে এগিয়ে চলেছেন জীবন যুদ্ধে হার না মানা এক সৈনিক।কত সহজ করেও অবলীলায় কবিতা লেখা যায় কবির কবিতায় ধরা পড়ে।
কবি বিকাশ দাস (বিল্টু )জন্মগ্রহন ৩রা এপ্রিল ১৯৯৪ কোচবিহার জেলার প্রান্তিক শহর মাথাভাঙাগার বোচাগাড়ী নামক এক প্রত্যন্ত গ্রামে। প্রান্তিক দম্পতি নরেশ চন্দ্ৰ দাস এবং প্রিয়বালা দাসের ঘরে ৫ ভাই বোনের মধ্যে কবিই সবার ছোট। অভাবের তাড়নায় কবি কত দিন যে অভুক্ত থেকেছেন বলা যায়না, তা ভাবনাতীত। পিতার ইচ্ছে ছেলে ইঞ্জিনিয়ার হউক, সে স্বপ্নে কবিও অবিচল। ২০০৯ সালে মাধ্যমিক পরীক্ষার গণিত পরীক্ষার আগের দিন পিতা মারা যায়।
মাথাভাঙ্গা হাই স্কুলে উচ্চমাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগে ভর্তি হন, পরবর্তীকালে ইঞ্জিনিয়ার এ ভর্তি হয়েও অর্থের অভাবে আর পড়া হয়নি।তখন থেকে কবিতা কবিকে পেয়ে বসে। মাথাভাঙ্গা কলেজ থেকে ইংরেজিতে স্নাতক। এর মধ্যে কবির জীবনে নেমে আসে অভিশাপ। অকালে স্ত্রী বিয়োগের পরে কবিতাই ধ্যান জ্ঞান।
বর্তমান কবি বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লিখে যাচ্ছেন। নিজে "আল্পনার কবিতা" নামে একটি পত্রিকার সম্পাদনার কাজ করে চলেছেন। এছাড়াও কবি উত্তরবঙ্গের বহুল প্রচারিত অনলাইন নিউজ তথা "মানসাই নিউজ" পোর্টালের "সাহিত্য বিভাগীয় প্রধান" পদে রয়েছেন। গৃহ শিক্ষকতার সাথে সমান তালে কবি সাহিত্য সাধনায় ব্রতী। কয়েকজন প্রিয় মানুষের সান্নিধ্য কবি পেয়েছেন : মাথাভাঙ্গার বটবৃক্ষ কবি সন্তোষ সিনহা, কোচবিহারের সুবীর সরকার, কবি অরুণ চক্রবর্তী, পিনাকী বসু, অজিত অধিকারী, কবি প্রিয় বিপ্লব সরকার, পরিচালক রোপ আক্তার আহমেদ। এ ছাড়াও অনেক গুণী জনের সান্নিধ্যে কবি তার উড়ান এগিয়ে নিয়ে চলেছেন। তবে কথা সাহিত্যিক শ্রী সদ্যোজাত কবিকে আলাদা অনুপ্রেরণা জুগিয়েছেন। সেই ধারায় কবি কথা সাহিত্যে অবাধ বিচরন করে চলেছেন।
কবির ঝুলিতে বেশ কিছু সন্মান কবিকে খুব জনপ্রিয় করে তুলেছেন। ইতিমধ্যে কবি "প্রাঙ্গন সাহিত্য সাধক সন্মান ২০১৯ ", ভূষিত হয়েছেন "উত্তরবঙ্গ কবিতা উৎসবে বিশেষ সম্মাননা"। এছাড়াও অনলাইন বিভিন্ন পোর্টল থেকে হাজারো সনদ। এছাড়াও সব খবর, ডেইলি হান্ট, বিবৃতি, ইত্যাদি সাহিত্যের পাতায় কবির লেখা নিয়মিত ভাবে প্রকাশিত হয়। ইতিমধ্যে কবির যৌথ সঙ্কলন "হৃদয়ের প্রাঙ্গনে" প্রকাশিত হয়েছে।
উল্লেখ যোগ্য বিষয়ের মধ্যে সামনের মহালয়াতে কবির প্ৰথম একক কাব্যগ্রন্থ প্রকাশ ময়নাতদন্ত প্রকাশ হতে চলেছে।এছাড়াও "বিরহী প্রেমের ঝংকার "প্রেমের কবিতার একক বই খুব শীঘ্রই আসছে।কবির উল্লেখযোগ্য সিরিজ গুলির মধ্যে "তিলোত্তমা সিরিজ" অন্যতম। এছাড়াও "মানসাই সিরিজ", "অমলদা তো'কে" সিরিজ অন্যতম।নিয়মিত ভাবে গল্প লিখেও চলেছেন।
কবির নিরলস প্রয়াস আগামীর ভবিষ্যৎ।কবির" মানসাই সিরিজ" বিষয়ে কবি খুব আশাবাদী।কবির মনে হয় মানসাইয়ের বুকেও ইলিশ আসে। ইতিমধ্যে তরুণ কবি হিসাবে যথেষ্ট সুনামের অধিকারী।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন