একটা ছেলে কিংবা দুটো বন্ধু
সিদ্ধার্থ সিংহ
আমার একটা ছেলে চাই কিংবা দুটো বন্ধু
যা যা লাগে, আমি সব দিয়ে যাব
শুধু আমার মৃত্যুর পরে আমার দেহটাকে
তারা যেন দাহ করার ব্যবস্থা করে।
আমার ছেলে এবং মেয়ে এত দূরে থাকে যে,
আমার শেষ সংবাদ পেলেও
তাদের আসতে আসতে অন্তত দু'-তিন দিন লেগে যাবে
সেই দু'-তিন দিন যাতে আমার দেহটাকে
কোনও ঠান্ডা ঘরে রাখার ব্যবস্থা করে
এমন একজন ছেলে চাই কিংবা দুটো বন্ধু।
তিন দিন পরে পাড়া-প্রতিবেশীরা নাকে রুমাল চেপে
জটলা করে দাঁড়িয়ে ঘরের দরজা ভেঙে
আমার পচা গলা দেহ
কালো প্লাস্টিকে মুড়ে পুলিশের তুলে নিয়ে যাওয়া
যাতে কাউকে দেখতে না হয়,
আমার জন্য যাতে দূষিত না হয়
পৃথিবীর সামান্যতম বাতাসও...
আমার একটা ছেলে চাই কিংবা দুটো বন্ধু!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন