মারাদোনা
ঋদেনদিক মিত্রো
[ On Maradona's Death a Bengali Poem like Maradona, by Ridendick Mitro, India ]
কোথা গেলে মারাদোনা,
কোথা সেই বল,
সেই স্মৃতি মনে এলে
চোখে ভরে জল,
পায়ে ছিল সে কি যাদু,
যেন রূপকথা,
তোমার মৃত্যু দিলো
আজ নীরবতা !
পলকে ঝড়ের মত
উড়ে গিয়ে গোল,
কোথা গেলে মারাদোনা,
কোথা সেই বল !
চারিদিকে রেষারেষি,
হানাহানি, লুট,
পৃথিবীতে বাস করা
নেই কোনো সুখ,
ক্ষমতার লোভ আর
কুটিলতা ঠাসা,
কোথাও নেই তো বেঁচে
কোনো ভালোবাসা,
তার মাঝে তোমাদের
মত কেউ -কেউ,
পৃথিবীতে এসে দেয়
উল্লাস-ঢেউ,
তুচ্ছ চামড়া দিয়ে
বানানো বলে,
তাই নিয়ে পৃথিবীর
রাত্রিটা জ্বলে,
সে -আলোয় চোখ গুলো
দেয় ঝলসে,
তোমার পায়ের বল
আজও জ্বলছে ---
আমাদের স্মৃতিতে
গভীর অতল,
কোথা গেলে মারাদোনা,
রাজা ফুটবল !
বালকের মত ছিলে
নরম তাজা,
আচরণেও তো ছিলে
তুমি এক রাজা,
রাজা হোক, কিংবা
রাজপুত্তুর,
তোমার বুটের বল
ছুটছে সুদূর,
ইতিহাস পেরিয়ে
আরো দূরে যায়,
সারা পৃথিবীর লোক
নাচছে হাওয়ায়,
ভোরের সূর্য সম
তুমি উজ্জ্বল,
ওই তো ছুটছো তুমি
বুট-পায়ে বল !
পৃথিবী ছেড়েছো বলে
কেন কাঁদছো,
মনটা খারাপ করে
কী ভাবছো !
দূর থেকে দেখো, দেখো,
আমাদের কান্নায়
নেই কোনো ছল !
--------------------------------------------
( 22:31 রাত্রি, 29 নভেম্বর 2020, Ridendick Mitro )
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন