ট্রাফিক-প্রতিশ্রুতি
জয়দীপ হালদার
ট্রাফিক নিয়ম মানবো সবাই
করবো না অবহেলা,
রাস্তায় বেরুলে
সতর্ক হয়ে যাবো
রাস্তা পেরোতে
জেব্রা ক্রসিং মানবো,
একই সঙ্গে দূষণ থেকে
এবং ছোঁয়াচে রোগ থেকে বাঁচতে
সকলে মাস্ক পরবো !
প্রিয় লেখক,
শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। স্যোসাল মিডিয়ার যুগে মুক্ত প্রচার ও প্রকাশের সম্ভাবনাময় সময়ের সুযোগে বাংলাসাহিত্য ডট কম আপনাদের লেখা প্রকাশের একটি আন্তরিক মাধ্যম। এই মাধ্যমটিকে একটি বিশেষ মর্যাদা দিয়ে অনন্য করে রাখার অবদান, আমাদের সকলের। এই মর্মে অনুরোধ করছি, আপনাদের লেখা প্রকাশিত হওয়ার পর, লেখাটিকে বেশি বেশি শেয়ার করুন। একটি লেখাকে বারবার শেয়ার করলে পাঠক সংখ্যাও ক্রমাগত বাড়তে থাকে। ফলে, আপনার লেখাটির একটি সার্থক মর্যাদা তৈরী হয়। নিজের লেখাটিকে শ্রেষ্ঠ ভাবতে পারলেই, অন্যের কাছে সেটি গ্রহণযোগ্য হয়ে ওঠে। আপনাদের বন্ধু সাহিত্যিকদের আমন্ত্রণ জানান আমাদের সবার প্রিয় এই পোর্টালে লেখার জন্য। মনে রাখবেন, এই পোর্টালটি বাঙালির একটি ক্রেন্দ্রিয় লেখার প্যাটফর্ম। এর জনপ্রিয়তা আজ ঈর্ষণীয়। প্রতিদিন প্রায় ১০,০০০ পাঠক এই পোর্টালে পড়াশোনা করেন। সুতরাং, আপনার লেখাটিকে আরোবেশি শেয়ার করে গুগুলের সার্চ ইঞ্জিনে সহজলভ্য করুন। যাতে আপনার নাম সার্চ করলেই আপনার যাবতীয় লেখালেখি বেরিয়ে আসে ইন্টারনেটে। শুভেচ্ছা জানবেন।
বিনীত ... শ্রাবণী পর্বত, সম্পাদক, বাংলাসাহিত্য ডট কম।
জয়দীপ হালদার
ট্রাফিক নিয়ম মানবো সবাই
করবো না অবহেলা,
রাস্তায় বেরুলে
সতর্ক হয়ে যাবো
রাস্তা পেরোতে
জেব্রা ক্রসিং মানবো,
একই সঙ্গে দূষণ থেকে
এবং ছোঁয়াচে রোগ থেকে বাঁচতে
সকলে মাস্ক পরবো !
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন