বাংলার গ্রাম
ওয়াহিদা খাতুন
সবুজ পাহাড়ে ঘেরা গ্রামবাংলা-মাঠ,
পাখোয়ার কাকলীতে হেসে ডাকে ভোর--
পুষ্পের গন্ধে ভাঙে অলির ঘুমঘোর--
কল্লোলে বয়ে যায় শানবাঁধানো ঘাট,
বিদ্যালয়ে ভরে ওঠে শিশুদের পাঠ--
চুড়িওলী হেঁকে যায় বধু খোলে দোর--
কৃষিকাজে কৃষকেরা করে তোড়জোড়--
ক্রেতাদের ভিড়ে জমে সন্ধ্যার ঐ হাট;
"বউ কথা কও" ডাকে-- দুলে উঠে প্রাণ--
লোকশিল্প-সংস্কৃতির নাট্য,নৃত্য, গান--
উৎসব ও পার্বণে রাখে তারি মান--!
পথিক ক্লান্তি মেটায় বৃক্ষের ছায়ায়--
বাউলের সুর ভাসে--দূরে হাওয়ায়--
গাছেগাছে ফল নাচে চোখ জুড়ে যায়--!!
রচনাকালঃ--০২/১০/২০২০ রাত ৮টা।(সনেট নাম্বার ৪৩)!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন