নিও-নর্মাল
সুকুমার সরকার
বন্ধুত্বের সংজ্ঞা বদলে গেছে বন্ধু !
সেবা শুশ্রূষা ভালোবাসা
সবই এখন কপট উচ্চারণ
সবই এখন নিও-নর্মাল ।
কিন্তু এই নিও-নর্মাল কী ?
সবুজ ঘাস, কচি পাতা, পাখির ডাক
সবই তো আগের মতোই আছে !
এই আমি, আমার প্রিয় 'মা' ডাক
আমার স্বপ্নগুলো, আমার খিদে
আমার যৌন আবেদন, আমার ঈশ্বর চিন্তা...
শুধু আমার বিশ্বাসগুলো আগের মতো নেই !
আমার চোখ আমার হাতকে বিশ্বাস করে না
আমার প্রিয় মানুষগুলো আমাকে বিশ্বাস করে না
সবাই একটি সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে
এমনকি আমি নিজেও !
যে নদীতে আমি গোসল করি
সে নদীতে কেউ স্নান করে না ।
যে চেয়ারে আমি বসি
সে চেয়ারে কেউ বসে না
সবাই সবার থেকে ছয় ফুট দূরত্ব মাপে ।
আমি তো দেখছি, ছয় ফুট নয়
যোজন যোজন দূরত্ব বেড়ে গেছে !
একে তুমি নিও-নর্মাল বলছো ?
রোবট খাবার দিয়ে যাবে
স্কুলে বন্ধুরা মাস্ক পরে দূরে দাঁড়িয়ে থাকবে
কুটির শিল্পগুলো সব বন্ধ হয়ে
ঘরে ঘরে মাস্ক, সেনিটাইজার তৈরি হবে
তেল, সাবান, নুন, সিমেন্ট
সবেতেই করোনার সতর্ক বিজ্ঞাপন বাজবে
তোমার আমার চাহিদা আর জোগান
একই করে দেওয়া হবে
আমাদের সঙ্গীত, সুর, ভালোবাসা
আমার কবিতা লেখা
সবই সেই একই সারগামে বাজবে
প্যাংগং লেক কিংবা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে
যেভাবে বিধ্বংসী বার্তা ছড়িয়ে ভয় দেখানো হয়
কিংবা অতিমারি কোনো জীবানু ছড়িয়ে !
জানি , আমার জন্য তুমি কোনো মনোবিদ খুঁজছো
কিন্তু বন্ধু , আমি নিজেই আমার মনোবিদ
হাতের দর্পণে গোটা বিশ্ব দেখি
তুমিও দেখো
কিন্তু তুমি যাকে নিও-নর্মাল বলছো
আমি তাকে মানতে পারছি না ।
এ তো সেই প্রশিক্ষণহীন ধাত্রীমাতার হাতে
নর্মাল ডেলিভারির মতো
মাতৃজঠর থেকে বেরোবার আগেই
সব সম্ভাবনার বীজ অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে !
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন