চিত্তরঞ্জন রেল শহরে পালিত হল তৃণমূলের শহীদ দিবস


চিত্তরঞ্জন রেল শহরে পালিত হল তৃণমূলের শহীদ দিবস 

সাগর কুন্ডু # আজ পশ্চিম বর্ধমানের বারাবনির চিত্তরঞ্জন অঞ্চলে ভাবগাম্ভীর্যের মধ্যে পালিত হল তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। ১০৯৩ সালের এই দিনে ১৩ জন কংগ্রেস কর্মী হয়েছিলেন। তাঁদের স্মরণ করে প্রতিবছর তাই কলকাতায় পালিত হয় শহীদ দিবস। করোনা পরিস্থিতির জন্য এবারের শহীদ দিবস আঞ্চলিক স্তরে করার সিদ্ধান্ত নেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী।  সে কারণে তিনি দলের সমস্ত নেতা কর্মীকে নিজের নিজের অঞ্চলে সামাজিক দূরত্ব রেখে শহীদ দিবস পালনের নির্দেশ দেন। 



সেইমতে আজ চিত্তরঞ্জনের ৩ নম্বর গেটের তৃণমূল কার্যালয়ে পতাকা উত্তোলন, নীরবতা পালন ও শহীদবেদীতে ফুলমালা দিয়ে সকল নেতা-কর্মীরা শহীদের প্রতি শ্রদ্ধা জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস ব্যানার্জী ( ডাবু ), যুব-তৃণমূল কংগ্রেস সভাপতি, শ্যামল গোপ, ছাত্র-পরিষদ সভাপতি মিঠুন মন্ডল, মহিলা নেত্রী নীলিমা বোস, দেবব্রত ঘোষ, ধীমান চক্রবর্তী, অর্ধেন্দু রায়, সুবীর অধিকারী প্রমুখ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.