ছেঁড়া গোলাপের পাপড়ি
তিথি সমাজদার
কঠিনতম সত্যি টা যেন আজ
বিস্ফোরণের মত দিল ধরা
ভয়ঙ্কর লীলার এক রূপে
জীবন সস্তার গেছে হয়ে।
মানতে গিয়ে রইলাম স্তম্ভিত
নিস্তব্ধতা ধরেছে যেন পিছু
ভাবি বসে এ সত্যিই দুঃস্বপ্ন
নাকি মনের ভুলে ঘোরে আছি।
গাছে ফোঁটা সদ্য প্রিয় লাল
গোলাপ পাপড়ি ছিঁড়তে দেখা
চোখে মুখের অদ্ভুত হাসির ঝলক
দেয়নি পড়তে সেই বেদনার ব্যথা।
সস্তার রঙ জীবনের গায়ে মেখে
মৌন ব্রতে রইলে নিজে অবশেষে
সাজালে তোমার হাতেই সেই ছেঁড়া
গোলাপের পাপড়ি দিয়ে স্মৃতি টাকে।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন