![]() |
শিবরাম ভূঞ্যা |
মাঝে মাঝে একটু অসুখ
শিবরাম ভূঞ্যা
মাঝে মাঝে একটু অসুখ হয় যদি বা হলো
ব্যস্ত জীবন। জিরিয়ে নেবার এইতো সুজোগ ভালো।
কাজে কাজে জীবন কাটে কাজেই জীবন বাঁধা
পরিবারের মস্ত বোঝা টানতে হলাম গাধা।
চাই যে আরো, চাই যে আরো- ছুটে চাওয়ার পিছু
পূর্ণ হয়কি পাওয়ার ভাঁড়ার? বাকী অনেক কিছু।
ছুটতে ছুটতে ক্লান্ত, তবু নেইতো উপায় থামার
উপার্জনের বয়স গেলে করবে সময় ক্ষমা?
মন তবুও ফুরসত চায় সুজোগ কোথায় বলো
মাঝে মাঝে একটু অসুখ হয় যদি বা হলো।
‘চুপটি করে থাকবে শুয়ে’ গিন্নি থাকে নাছোড়
মাঝে মাঝে এসে শুধায় ‘কি গো কেমন আছো?’
আমি বলি, ‘বেশ তো ভালো আছি এখন আহা।
ওদিকে যে কাজ ক্রমশ জমে হচ্ছে পাহাড়।’
গিন্নি বলে, ‘জমছে জমুক কাজ সে হবে পরে
শরীর আগে সুস্থ করো পুড়ছো এখন জ্বরে।’
অগত্যা আর কইনা কথা মনকে শান্ত রাখি
হিসেব করি- জীবন আমায় কী দিল, কী ফাঁকি।
ভালোবেসে বেঁধেছিলাম ছোটো যে নীড়খানি
ভালোবাসা তেমনি আছে পথ চলেছি খানিক?
গিন্নি কী আর আগের মতো আমায় বাসে ভালো?
মাঝে মাঝে একটু অসুখ হয় যদি বা হলো।
গিন্নি দেখি সারা বেলা করছে কত কাজ
কাজের ফাঁকে করছে সেবা নেই সে কথার ঝাঁঝ।
হাজার রকম বায়না নেই, আর নেই বাজারের চাপ
নিত্য দিনের রুটিন মেনে হয়না বিপ্রলাপ।
ভালোবাসা ভালোবাসা ভালোবাসা শুধু
মেঘলা আকাশ কেটে গেলে ভালোই লাগে রোদ্দুর।
অভিমান যা জমেছিল দিলাম তাদের ছুটি
মনের দেশে আমরা দুজন এবং একটি কুটির।
তন্দ্রালু এই দুচোখ জুড়ে স্বপ্নালু আবশে
আজ দুজনে গাই কূজনে স্বপ্ন ভেলায় ভেসে।
বাস্তবতার রুদ্রমালা- দিলাম তারে ছিঁড়ে
একটু সময় ইচ্ছেসুখে ইচ্ছেনদীর তীরে।
ছায়ায় ঢাকা জীবন হঠাৎ আলোর দেখা পেলো
মাঝে মাঝে একটু অসুখ তাই যদি হয় ভালো।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন