![]() |
শ্রীমতি ডলি |
পুরুষের প্রতি
শ্রীমতি ডলি
দিয়েছো প্রভূত অন্ন হে রাজাধিরাজ!
কেড়েছো স্বাধীনতার পরম আস্বাদ
করাঘাতে বিদ্ধ মন নুব্জ প্রতিবাদ!
অঙ্গে পরেছি রতন রাজকীয় সাজ।
পবিত্র জনম মোর তব ঘৃণা আজ!
দেহে মনে সঞ্চারিত একাকী নিনাদ
কিরূপে উঠিবে বাজি লভিব প্রসাদ!
সম্মুখ-সমরে জয় দুরূহ এ-কাজ।
তোমারে বধিব আমি কথার বাঁধনে,
পরাধীনতার বেড়ি পরাবো কৌশলে
যন্ত্রণায় হোক দীর্ণ তোমার হৃদয়।
জীবনের পথ-প্রান্তে মহানিকেতনে,
সচেতনতার কুঁড়ি প্রস্ফুটিত হলে
নারীর হৃদয়ে জাগে তোমার প্রত্যয়।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন