হুলদিবসের অনুষ্ঠান উদ্বোধন করলেন বিধান উপাধ্যায়
সাগর কুন্ডু # হুলদিবস উপলক্ষে ৩০ জুন, মঙ্গলবার,পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের ঘিয়াডোবা ফুটবল ময়দানে আয়োজিত উৎসব মঞ্চ উদ্বোধন করলেন বিধান উপাধ্যায়। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ দপ্তরের দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে সম্পূর্ণ সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে আজ আর কাল নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হবে হুলদিবসের এই অনুষ্ঠান। অনুষ্ঠান প্রাঙ্গনে ঢোকার জন্য অবশ্যই মাস্ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
আদিবাসী সম্প্রদায়ের একক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, সাঁওতাল বিদ্রোহের ইতিহাস শীর্ষক প্রদর্শনী, আদিবাসী সম্প্রদায়ের তৈরী হস্তশিল্প প্রদর্শনী ও অন্যান্য তৈরী পণ্যের প্রদর্শনী ইত্যাদি এই অনুষ্ঠানের বিষয়বস্তু। অনুষ্ঠানে জেলাস্তরের আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন জেলাপরিষদের কর্মাধ্যক্ষ মো আরমান, বিশিষ্ট সমাজসেবক শ্রী বিজয় সিং ভোলা, সাংবাদিক বিশ্বদেব ভট্রাচার্য্য, সালানপুর সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, জিত্পুর উত্তর রামপুর গ্রামপঞ্চায়েতের প্রধান তাপস চৌধুরী এবং আদিবাসী সম্প্রদায়ের মোড়ল ও বিভিন্ন স্তরের বিশেষ ব্যক্তিরা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন