![]() |
নিরাময় : অমর চক্রবর্তী |
আমার বাড়ি থেকে তোমার বাড়ি
যে দীর্ঘ রাস্তাটি-
আমি তার নাম রেখেছি ধৈর্য
বুঝেছি অনেক পথ পার হলে ঐশ্বর্য।
সে পথে নিরাময় পেতে
আমি একাকী ভ্রমি বিস্ময়ে
স্ট্রিট লাইট ভেঙে
এখনো এলোনা সেই মেয়ে শিবমন্দিরে!
আমার মন থেকে যে রাস্তাটি
গেছে মানুষের দিকে-
আমি তার নাম রেখেছি স্বপ্ন স্বাধীনতা
ওইখানে দাঁড়িয়ে পথ জ্যাম করেছে
অসহিষ্ণু ট্রাফিক নন-সিভিক কর্তা।
জল,বৃক্ষ,বাতাস,প্রণয়-আমার নিরাময়
অনিন্দিতাকে বলি সাজাও স্বনির্বাচিত সংসার
বলি ভুল প্ররোচনা থেকে ছুটে এসো মানুষ
বাজাও উৎসবের সেতার।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন