![]() |
ব্যাকটেরিয়া : প্রতিমা রায়বিশ্বাস |
প্যান্ডেলের ভিতর আজ...ছোঁয়াচে অসুখ ভীষণ।
বুঝতে পারছো কী এই সময়কে খাচ্ছে ব্যকটিরিয়া?
ঠুনকো হচ্ছে সময়... নতুন হচ্ছে যত,
পুরোনো হচ্ছে ততই শিল্পীর থিম?
তবু বুঝে ওঠা দায়....পুজো শেষে এত এত অর্থ...
কেন অর্থহীন?
দেখতে পারছো কী ভিজে প্যান্ডেল আর ভাঙা প্যান্ডল... অসংখ্য সময়-জীবাণু ভরা?
স্থাপত্য দেশ। হয়েছে শেষ।
প্যান্ডেল আজ একটি ব্যকটেরিয়া।
তোমরা কী চোখের স্বচ্ছ কাঁচে মিটিয়ে দিয়েছো ইতিহাস?
দেখতে পাও না কী পুরোনো রোদ্দুরে ভরা
হাওয়া মহল,দেওয়ানি আম, দেওয়ানি খাস?
বুঝতে পারো কী সম্রাট। নেই যার দূর্গ।
ধূলোতে মেশানো আজ যাঁর শাষন।
আপ্তবাক্য আর জনগণ হতে লুন্ঠিত করেছেন কেবলি ধন
আছেন কী কোনো অক্ষরে তাঁরা?
জানো কী তাঁদের নাম?
বইয়ের পাতার সিলেবাস যদি হতে চাও... সম্রাজ্ঞী
ভাস্কর্যে ভাস্কর্যে আনো যদি শরৎ কাল,
শিল্পীরা তবেই হয়েছে অজেয়,অমর শিল্পী।
সময় যদি থাকে স্থাপত্যে ভরা। সময় কখনও হয় না...ব্যকটেরিয়া।
শোনো গো সম্রাজ্ঞী...কেবলি পাথরই মনে রাখে মানুষের...সব কথা।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন