লিমেরিক : অরূপ মুখোপাধ্যায়

 লিমেরিক : অরূপ মুখোপাধ্যায়
 লিমেরিক : অরূপ মুখোপাধ্যায়


এই তো ছিলাম ' কোলের ছেলে '
এখন বৃদ্ধ পিতা !
ফুলশয্যা - র গপ্পো শেষ
জ্বলবে এবার চিতা !!

             ২
চিতা সত্য ছাই সত্য
জেনেও যে জন মানে না !
রাগের পাত্র নয় সে জনা
কিছুমাত্র সে জানে না !!

    
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.