![]() |
ভিকুর শ্রাবণসন্ধ্যা : বিষ্ণু পদ মাহান্তি |
সজনে গাছের কাঁচা পাকা পাতা
কচুর বিমর্ষ আন্দোলন
বারান্দার সামনে কয়েকটা আগাছার অবাধ্য বৃদ্ধি,
তার সঙ্গে বৃষ্টির ঝাপটা খেয়ে
একটা অলস বিকাল গড়িয়ে যায়
কেন্নোর সারির মতো।
এখনো কাজের স্তুপ চড়াকৃত
রান্নাঘর থেকে স্ত্রী ডাকেন--
' জ্বালানির কাঠ গেছে ভিজে।'
ভাবনাটা বেশ
নিয়েছিল রেস
এসেছিল সবে কটা লাইন,
বউএর গাঁজানি খেয়ে উঠতেই হয় শেষে।
ভিকুর জীবনের শ্রাবণ সন্ধ্যা
দোকানের তুলা দাড়িতে
বেচতে হয় লবনের দরে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন